সিলেটে নাক-কান-গলা চিকিৎসকদের উদ্যোগে ‘অনলাইন ওয়েবিনার’ অনুষ্ঠিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২০, ১০:১৪ পূর্বাহ্ণনিজেদের সুরক্ষিত করে রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯ টায় সিলেটের সকল নাক-কান-গলা এবং হেড-নেক সার্জারির চিকিৎসকদের উদ্যোগে ‘অনলাইন ওয়েবিনার’র আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা: নূরুল হুদা নাঈম।
ওয়েবিনার-এর শুরুতেই সোসাইটির গাইড লাইন অনুসরণে ” Challenges of ENT Practitioners & Trainees during Covid-19 Pandemic Situation ” শীর্ষক বৈজ্ঞানিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিওমেক হাসপাতালের সাবেক সহকারী রেজিস্ট্রার ডা: মো. আব্দুল হাফিজ (শাফি)।
এরপর প্যানেল অফ এক্সপার্ট হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন সিলেটের নাক, কান ও গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এ কে এম হাফিজ, অধ্যাপক ডা: ওয়াজির আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. কাজী আখতার উদ্দিন, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. এম এস রহমান শামীম, অধ্যাপক ডা: মাশুকুর রহমান চৌধুরী, সিওমেক হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এন কে সিনহা , পার্ক ভিউ মেডিকেল কলেজের অধ্যাপক ডা: মোজাম্মেল হোসেন ও অধ্যাপক ডা: এম ফয়েজ উদ্দিন, সিওমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: মমিনুল হক এবং সুনামগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: ইমাদ হোসেন চৌধুরী।
আরও বক্তব্য রাখেন সিওমেক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কৃষ্ণকান্ত ভৌমিক , সহকারী অধ্যাপক ডা: শাহ কামাল , সহকারী অধ্যাপক ডা. এম এ কাইয়ূম আনসারী এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মোফাখখারুল ইসলাম। অভিজ্ঞতা শেয়ার করেন ডা: দেবাশীষ বসু, ডা: মানিক, ডা: হাসনাত, ডা: মাসুম ও ডা: মৌসুমি।
বক্তৃতাকালে বিশেষজ্ঞ চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের উৎসাহ প্রদান করে রোগী সেবার সময় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর দিকে বিশেষ নজর রাখতে পরামর্শ দেন।