সিলেটে নতুন করে ৬৬ জনের করোনা শনাক্ত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২০, ১০:৫৮ অপরাহ্ণসিলেটে নতুন করে আরও ৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৬ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ৬৬ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় ‘‘জাগো-নিউজকে’’ বলেন, শনিবার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এরমধ্যে ৬৬ টি পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগ সিলেট সদর উপজেলা নগরীর বাসিন্দারা।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৪৭৯ জনের। এরমধ্যে সিলেট জেলায় ৮৪৯ জন, সুনামগঞ্জে ২৭০ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২ জন রয়েছেন।