সিলেটে নগরীর দাড়িয়াপাড়ায় একটি বাসায় অগ্নিকাণ্ড

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২০, ৯:১৮ অপরাহ্ণ
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ‘জাগো নিউজ’কে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের কন্ট্রোল রুম।
কন্ট্রোল রুম থেকে দায়িত্বরত কর্মকর্তা জানান, দাড়িয়াপাড়া এলাকায় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ এর মামার বাড়ির বিপরীতে একটি ভবনের দুটি তলায় আগুন লাগে। রাত ৮টা ১০ মিনিটে খবর পাই। সাথে সাথে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ও ফায়ারম্যানরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ারসার্ভিস কর্মীরা ভবনে লেগে যাওয়া আগুন নিভানোর কাজে ব্যস্ত রয়েছেন বলে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা তিনি তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি
