সিলেটে জমে উঠার অপেক্ষায় কুরবানির পশুর হাট

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২২, ১:৩০ পূর্বাহ্ণ
কুরবানীর বাকি আর মাত্র দুই দিন। সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতির পরবর্তী ধাক্কা লেগেছে পশুর হাটগুলোতে। হাটে ক্রেতার দেখা খুব একটা নেই। গরু ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতারা। তারা অপেক্ষায় রয়েছেন ক্রেতার। সবকিছু মিলিয়ে সিলেটে এখনো জমে উঠেনি কুরবানির পশুর হাট। তবে ঈদের আগে শুক্র ও শনিবার দুইদিন পশুর হাট ক্রেতাদের পদচারণা জমজমাট হয়ে উঠবে এমনটি আশা করছেন বিক্রেতারা।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে সরেজমিনে সিলেট নগরীর নির্ধারিত পশুর হাটগুলো ঘুরে এমন চিত্রই দেখা গেল। বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব পর্যন্ত এসব হাট ছিল প্রায় ক্রেতা শূন্য। তবে হাটে বাড়ছে বিভিন্ন জায়গা থেকে আসতে থাকা গরু-ছাগল।
বন্যার কারণে তেমন বেচা-বিক্রি নেই হাটে। তবে বন্যার পানি নেমে যাওয়া এবং ঈদ ঘনিয়ে আসায় বিগত বছরগুলোর তুলনায় বিভিন্ন হাটগুলোতে প্রচুর দেশীয় গরুর আমদানি হয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত প্রকৃত ক্রেতাদের তেমন একটা দেখা পাননি ব্যবসায়ীরা। এদিকে দাম বেশি হওয়ায় ক্রেতারা আরো অপেক্ষা করছেন। তারা বিভিন্ন হাট ঘুরে দেখছেন পছন্দের পশু ক্রয় করতে। এখন পর্যন্ত কেনার চেয়ে বাজার ঘুরে দেখতে আসা লোকজনের সংখ্যা বেশি বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী।
এছাড়া উপজেলার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, ছোট-বড় কয়েকটি গরু বাজার বন্যার কারণে ক্রেতাশূন্য। বিশেষ করে উপজেলা জুড়ে বন্যার পানি থাকায় সবাই বন্যা মোকাবিলায় ব্যস্ত। তাই কোরবানি দেওয়া নিয়ে চিন্তার মধ্যে আছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরীতে ৬টি পশুর হাট বসার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এরবাইরে পুরো জেলায় রয়েছে আরও ৩৫টি পশুর হাট। এসব হাটে পর্যাপ্ত গরু-ছাগল থাকলেও ক্রেতা সংকটে ঘুম হারাম হাটের ইজারাদারের। তাদের আশা, শুক্রবার ও শনিবার এই দুইদিন জমে উঠবে পশুর হাট। অন্যদিকে অনেক ক্রেতা মনে করছেন শেষের দিকে কিনলে দাম কমবে।

