সিলেটে করোনায় এক ব্যবসায়ীর মৃত্যু
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২০, ১২:৩৫ পূর্বাহ্ণশহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর চৌকিদেখী এলাকার ব্যবসায়ী জামাল আহমদ (৫৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেন এই হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
গত ৬ দিন আগে করোনার উপসর্গ নিয়ে জামাল আহমদ নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনা আক্রান্তদের জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় রিপোর্ট করোনা পজিটিভ আসে।
নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ‘‘জাগো নিউজ’’কে জানান, জামাল আহমদ চৌকিদেখী এলাকার জান্নাত মটরসের মালিক। তার করোনা পরীক্ষার রিপোর্ট আসতে পাঁচদিন সময় লাগে। প্রথমে রিপোর্ট পেলে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে পারত।