Logo
শিরোনাম :

সিলেটে করোনায় আক্রান্ত ৯ শ’ ছুঁই ছুঁই : নতুন শনাক্ত ৩৬

করেসপন্ডেন্ট,সিলেট
জাগো নিউজ : রবিবার, জুন ৭, ২০২০

সিলেট জেলায় কোভিড-১৯ আক্রান্তের মোট সংখ্যা ৯ শ’ ছুঁতে চলেছে। রবিবার (৭ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ রোগে শনাক্ত হয়েছেন আরো ৩৬ জন। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

রবিবার রাত ১০ ওসমানীর ল্যাব সূত্র বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট জেলা করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৮৮৩ জন।

জানা গেছে, রবিবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩৬ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জের ১১, বিয়ানীবাজারের ৪ ও ওসমানীনগরের ১ জন রয়েছেন।

গতকাল শনিবার (৬ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৬৬ জনের দেহে পাওয়ায় গিয়েছিল করোনা। এর আগে টানা কয়েকদিন সিলেটে প্রতিদিন ৫০ জনের অধিক করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। আজ রবিবার এই সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৬ জনে। এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৮৮৩ জন।

এদিকে আজ রবিবার (৭ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত পিসি-আর ল্যাবে পরীক্ষায় আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। আক্রান্তরা সুনামগঞ্জের বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ
ThemeCreated By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !