Logo
শিরোনাম :
নবীগঞ্জে একরাতে তিন মন্দিরে চুরি : খোয়া গেল মূর্তিসহ আসবাবপত্র নবীগঞ্জে মধ্যরাতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত হচ্ছে গ্রিসের শ্রমবাজার নবীগঞ্জে বিদ্রোহী প্রার্থী হয়ে আ.লীগের সভাপতিসহ বহিষ্কার হলেন যারা… গ্রিসে দূতাবাসের উদ্যোগে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের ওপর মৌলিক প্রশিক্ষণ আলোচনায় বর্তমান ইউপি সদস্য আরজদ আলী লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পঞ্চম মেধা-বৃত্তি অনুষ্ঠিত নবীগঞ্জে তেলের লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২ উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জের ১৩ ইউনিয়নে ৭১০ জনের মনোনয়ন দাখিল স্বাস্থ্যের ফাইল গায়েবের ঘটনায় তোলপাড়

সিলেটে একদিনে সর্বোচ্চ করোনা রোগী সুস্থ হওয়ার রেকর্ড

করেসপন্ডেন্ট,সিলেট
জাগো নিউজ : রবিবার, জুলাই ১৯, ২০২০

সিলেট বিভাগে অনেকদিনই আক্রান্তের চাইতে বেশি থাকে সুস্থ হওয়ার সংখ্যা। তবে গতকাল একদিনে এ অঞ্চলে করোনা থেকে মুক্ত হলেন সর্বোচ্চ সংখ্যক রোগী।

সুস্থ হওয়া কয়েকজন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, তারা যেন নতুন জীবন লাভ করেছেন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে গতকাল (শনিবার- ১৮ জুলাই) একদিনে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৭৬ জন। এর মধ্যে সিলেটে ১৩৩, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ১৯ জন। যা একদিনে সিলেটে সর্বোচ্চ সুস্থ হওয়ার সংখ্যা।

অপরদিকে, আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৭৩২। এর মধ্যে সিলেটে ৮৯১, সুনামগঞ্জে ৯৩৯, হবিগঞ্জে ৪৭৪ও মৌলভীবাজারে ৪২৮ জন।

উল্লেখ্য, সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ২০৯ জন। এর মধ্যে সিলেটে ৯১, সুনামগঞ্জে ৩৭, হবিগঞ্জে ৫৬ ও মৌলভীবাজারে ২৫ জন।

এছাড়া করোনা পজেটিভ ও উপসর্গযুক্ত- সব মিলিয়ে বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১০১৭ জন। এর মধ্যে সিলেটে ৪৩৮, সুনামগঞ্জে ২৮৮, হবিগঞ্জে ২১৫ ও মৌলভীবাজারে ৭৬ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।

এদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হলেন আরও ৮৪ জন। এর মধ্যে সিলেটে ২১, সুনামগঞ্জে ১৮, হবিগঞ্জে ২৩ ও মৌলভীবাজারে ২২ জন। নতুন এই ১১২ জনকে নিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৬০২ জন।

গতকাল এ বিভাগে কেড়ে নিয়েছে আরও দুইজনের প্রাণ। মৃত দু’জনই সিলেটের বাসিন্দা। নতুন এই দুইজনকে নিয়ে সিলেট বিভাগে মোট মত্যুর সংখ্যা পৌঁছলো ১১৮-তে। এর মধ্যে সিলেট জেলায় ৮৮, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ১০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ
ThemeCreated By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !