সায়হাম গ্রুপের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২০, ৩:৪৮ অপরাহ্ণহবিগঞ্জের মাধবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সৈয়দ মো: ফয়সাল এর উদ্যোগে সায়হাম গ্রুপের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণের অংশ হিসেবে শাহজাহানপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ২শত ৪০ টি পরিবারকে তেলিয়াপাড়া বাজারে আনুষ্ঠানিক ভাবে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপি’র আহবায়ক ও শাহজাহানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের সহ সভাপতি হীরেশ ভট্টাচার্য হিরো, রাজকুমার গোস্বামী, মনা বিশ্বাস, ধীরেন্দ্র দেবনাথ, সুন্ধন পাল প্রমূখ।