সারা দেশে শিশুসহ ৩৬৩৩ জনের জামিন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২০, ১০:১৭ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক,জাগো নিউজ
সারা দেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে আজ সোমবার ৩৬৩৩ ব্যক্তিকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে ৫৭৩০টি জামিনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা বিভাগের ২৮টি আদালতে ১২৭৫টি আবেদনের ওপর শুনানি শেষে ৭৫৩ আসামির জামিন মঞ্জুর করা হয়। চট্টগ্রাম বিভাগের ২৪টি আদালতে ১০৬৮টি আবেদনের ওপর শুনানি শেষে ৫৫৮ আসামি, রংপুর বিভাগের ১৬টি আদালতে ৩৮৩টি আবেদনের ওপর শুনানি শেষে ২৫৮ আসামি, বরিশাল বিভাগে ১৩টি আদালতে ২৭৮টি আবেদনের ওপর শুনানি শেষে ১৮২ আসামি, রাজশাহী বিভাগে ১৮টি আদালতে ৮৪১টি আবেদনের ওপর শুনানি শেষে ৬৫১ আসামি, খুলনা বিভাগে ২৩টি আদালতে ৭১৭টি আবেদনের ওপর শুনানি শেষে ৫০১ আসামি, সিলেট বিভাগে ১০টি আদলতে ৪০৩টি আবেদনের ওপর শুনানি শেষে ২৬৫ আসামি, ময়মনসিংহ বিভাগে ৮টি আদালতে ৪৫৩টি আবদেনের ওপর শুনানি শেষে ২৯২ আসামির জামিন মঞ্জুর করা হয়।
এছাড়াও সারাদেশে শিশু আদালতে ৪২টি শিশু এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল থেকে ১৩১ জনকে জামিন দেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধুমাত্র জামিন আবেদনের শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
এরপর ১১ মে থেকে জামিন শুনানি শুরু হয়। সর্বপ্রথম ওই দিন কুমিল্লা জেলা ও দায়রা জজ এক আসামিকে জামিন দেন। ১২ মে ১৪৪ জন, ১৩ মে ১০১৩ জন, ১৪ মে ১৮২১ জন, ১৭ মে ৩৪৪৭ জন এবং আজ ৩৬৩৩ জনের জামিন মঞ্জুর করা হয়।