Logo
শিরোনাম :
খুলনায় নিখোঁজ সেই রহিমা বেগমকে জীবিত উদ্ধার সবুজকুঁড়ি শিল্পী গোষ্ঠীর দুই ইসলামী সাংস্কৃতিক যোদ্ধার প্রবাস গমন গ্রিসে বাংলাদেশি শিল্পীদের চিত্র প্রদর্শনী কালিয়ারভাঙ্গা ডিজিটাল সেন্টারে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ নবীগঞ্জে পিতার লাশ দাফন করে এসএসসি পরীক্ষা দিল রুহান নিরাপদ ও স্বাভাবিক প্রাতিষ্ঠানিক প্রসবে দেশে ষষ্ঠ স্থানে হবিগঞ্জ নবীগঞ্জে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ : ১৪৪ ধারা জারি নবীগঞ্জে গ্রীনলাইন-শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদীতে পাওয়া গেলো শিশুর মরদেহ সাংবাদিক সুলতানের উপর হামলাকারীদের গ্রেফতার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য মিথ্যা !

ন্যাশনাল ডেস্ক
জাগো নিউজ : শুক্রবার, জুন ২৬, ২০২০

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটিকে গুজব, মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সাবেক অর্থমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তি ফেসবুকে সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে গুজব ছড়িয়েছেন। অপপ্রচার রটিয়ে বলা হচ্ছে, সাবেক এই মন্ত্রীকে তার ছেলে শাহেদ মুহিত নিজের বাড়িতে উঠতে দিতে চাইছেন না। বিষয়টি পুরোপুরি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর।’ এ ধরনের পোস্ট শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতেও বলেছেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, ‘যারা এ ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য নিজের ফেসবুকে শেয়ার দিচ্ছেন, তারা কি একটা বার যাচাই করছেন যে সাবেক অর্থমন্ত্রী কোথায় থাকেন। একজন একটা বানোয়াট গল্প লিখে দিল আর সেটাকেই যাচাই-বাছাই না করে শেয়ার করতে হবে? যে প্রবাসী সাংবাদিক এটা শেয়ার দিয়েছেন সেটা সে কই পাইল? ছাগলের মতো এসব কথা বলল আর হয়ে গেল।’

তিনি বলেন, ‘আবুল মাল আবদুল মুহিত ও তার পরিবারের সঙ্গে আমার ২০ বছরের ওঠাবসা। সাবেক অর্থমন্ত্রীর ছেলের বউ এখনও নিজ হাতে সকাল, দুপুর ও রাতে মুহিত ভাইকে ওষুধ খাওয়ান। নিজের বাবার মতো শ্রদ্ধা করে যত্ন নেন। এ অর্থমন্ত্রী তার পারিবারিক জীবন অসাধারণ সুন্দরভাবে পার করছেন।’

মোস্তাফা জব্বার আরও বলেন, ‘এখন অর্থমন্ত্রী কি এ ফজলুল বারীর বিপক্ষে স্টেটমেন্ট দিতে আসবে? একজন বর্ষীয়ান লোক ও তার পরিবার নিয়ে কিছু শেয়ার করার আগে সামান্য কাণ্ডজ্ঞান থাকা উচিত মানুষের? কিন্তু দেখছি সে কাণ্ডজ্ঞান তো নেই।’

এ বিষয়ে জানতে চাইলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিত বলেন, ‘এসব মিথ্যা বানোয়াট। আমাদের পরিবারে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !