সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য মিথ্যা !

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২০, ১১:১৯ পূর্বাহ্ণ
আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটিকে গুজব, মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
সাবেক অর্থমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তি ফেসবুকে সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে গুজব ছড়িয়েছেন। অপপ্রচার রটিয়ে বলা হচ্ছে, সাবেক এই মন্ত্রীকে তার ছেলে শাহেদ মুহিত নিজের বাড়িতে উঠতে দিতে চাইছেন না। বিষয়টি পুরোপুরি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর।’ এ ধরনের পোস্ট শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতেও বলেছেন তিনি।
মোস্তাফা জব্বার বলেন, ‘যারা এ ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য নিজের ফেসবুকে শেয়ার দিচ্ছেন, তারা কি একটা বার যাচাই করছেন যে সাবেক অর্থমন্ত্রী কোথায় থাকেন। একজন একটা বানোয়াট গল্প লিখে দিল আর সেটাকেই যাচাই-বাছাই না করে শেয়ার করতে হবে? যে প্রবাসী সাংবাদিক এটা শেয়ার দিয়েছেন সেটা সে কই পাইল? ছাগলের মতো এসব কথা বলল আর হয়ে গেল।’
তিনি বলেন, ‘আবুল মাল আবদুল মুহিত ও তার পরিবারের সঙ্গে আমার ২০ বছরের ওঠাবসা। সাবেক অর্থমন্ত্রীর ছেলের বউ এখনও নিজ হাতে সকাল, দুপুর ও রাতে মুহিত ভাইকে ওষুধ খাওয়ান। নিজের বাবার মতো শ্রদ্ধা করে যত্ন নেন। এ অর্থমন্ত্রী তার পারিবারিক জীবন অসাধারণ সুন্দরভাবে পার করছেন।’
মোস্তাফা জব্বার আরও বলেন, ‘এখন অর্থমন্ত্রী কি এ ফজলুল বারীর বিপক্ষে স্টেটমেন্ট দিতে আসবে? একজন বর্ষীয়ান লোক ও তার পরিবার নিয়ে কিছু শেয়ার করার আগে সামান্য কাণ্ডজ্ঞান থাকা উচিত মানুষের? কিন্তু দেখছি সে কাণ্ডজ্ঞান তো নেই।’
এ বিষয়ে জানতে চাইলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিত বলেন, ‘এসব মিথ্যা বানোয়াট। আমাদের পরিবারে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’
