Logo
শিরোনাম :
মেয়ের সুস্থতা কামনায় দোয়া চাইলেন এমপি মিলাদ গাজী শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার নবীগঞ্জে নববধূকে ঘরে তোলা হলনা সুবেদের নবীগঞ্জে দলিল লিখক সমিতির সভাপতি রুহেলসহ ৪ জুয়াড়ি গ্রেফতার ৭ মার্চের ভাষণ ছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা – এমপি মিলাদ গাজী নবীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চক্ষু সেবা-ঔষধ দিল আইসিআরটি নবীগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত : বখাটের এক বছরের সাজা প্রতারণা মামলায় আউশকান্দি ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৫জন কারাগারে নবীগঞ্জ পৌরসভায় তিনদিন ব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য মিথ্যা !

ন্যাশনাল ডেস্ক
জাগো নিউজ : শুক্রবার, জুন ২৬, ২০২০

image_pdfimage_print

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটিকে গুজব, মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সাবেক অর্থমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তি ফেসবুকে সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে গুজব ছড়িয়েছেন। অপপ্রচার রটিয়ে বলা হচ্ছে, সাবেক এই মন্ত্রীকে তার ছেলে শাহেদ মুহিত নিজের বাড়িতে উঠতে দিতে চাইছেন না। বিষয়টি পুরোপুরি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর।’ এ ধরনের পোস্ট শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতেও বলেছেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, ‘যারা এ ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য নিজের ফেসবুকে শেয়ার দিচ্ছেন, তারা কি একটা বার যাচাই করছেন যে সাবেক অর্থমন্ত্রী কোথায় থাকেন। একজন একটা বানোয়াট গল্প লিখে দিল আর সেটাকেই যাচাই-বাছাই না করে শেয়ার করতে হবে? যে প্রবাসী সাংবাদিক এটা শেয়ার দিয়েছেন সেটা সে কই পাইল? ছাগলের মতো এসব কথা বলল আর হয়ে গেল।’

তিনি বলেন, ‘আবুল মাল আবদুল মুহিত ও তার পরিবারের সঙ্গে আমার ২০ বছরের ওঠাবসা। সাবেক অর্থমন্ত্রীর ছেলের বউ এখনও নিজ হাতে সকাল, দুপুর ও রাতে মুহিত ভাইকে ওষুধ খাওয়ান। নিজের বাবার মতো শ্রদ্ধা করে যত্ন নেন। এ অর্থমন্ত্রী তার পারিবারিক জীবন অসাধারণ সুন্দরভাবে পার করছেন।’

মোস্তাফা জব্বার আরও বলেন, ‘এখন অর্থমন্ত্রী কি এ ফজলুল বারীর বিপক্ষে স্টেটমেন্ট দিতে আসবে? একজন বর্ষীয়ান লোক ও তার পরিবার নিয়ে কিছু শেয়ার করার আগে সামান্য কাণ্ডজ্ঞান থাকা উচিত মানুষের? কিন্তু দেখছি সে কাণ্ডজ্ঞান তো নেই।’

এ বিষয়ে জানতে চাইলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিত বলেন, ‘এসব মিথ্যা বানোয়াট। আমাদের পরিবারে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !