হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে একটি ব্রীজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি খবর পেয়ে সাতছড়ি জাতীয় উদ্যানের ব্রীজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কার্টুন থেকে ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে।
বিজিবির ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যান্ত তাদের অভিয়ান চলে। আপাতত তাদের অভিযান বন্ধ। তবে তাদের গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।