Logo

সাতছড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : মঙ্গলবার, ডিসেম্বর ২৮, ২০২১

image_pdfimage_print

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে বুস্টারসহ রকেট প্রফেল গ্রেনেড ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হবিগঞ্জের চুনারুঘাট থানায় সিটিটিসির এসআই সাইফুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার হওয়া আবেল ত্রিপুরা অমিতকে আসামী করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এরআগে গত রবিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আবেল ত্রিপুরা অমিত নামে খাগড়াছড়ির এক যুবককে আটক করে সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তাকে সঙ্গে নিয়েই সাতছড়িতে অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানায় এক সংবাদ সম্মেলন করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সংবাদ সম্মেলনে সিটিটিসির ডিআইজি মো. আসাদুজ্জামান জানান, অভিযানে সাতছড়ির গহীন অরণ্য থেকে ১৫টি রকেট প্রফেল গ্রেনেড, ২৫টি বুস্টার ও লংরেঞ্জ স্বয়ংক্রিয় মেশিনগানের ৫১০ রাউন্ড গুলি উদ্ধার করে। আটককৃত অমিতকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে।

২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

একই বছরের ১৬ অক্টোবর থেকে চতুর্থ দফায় প্রথম পর্যায়ে উদ্যানের মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগজিন, ২৫০ গুলির ধারণক্ষমতাসম্পন্ন আটটি বেল্ট ও উচ্চ ক্ষমতাসম্পন্ন রেডিও উদ্ধার করা হয়। পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির আট হাজার ৩৬০ রাউন্ড, রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পঞ্চম দফায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান চালিয়ে ১০টি হাই বিশেষায়িত ৪০ এমএম অ্যান্টি-ট্যাঙ্ক রকেট উদ্ধার করা হয়। ষষ্ঠ দফায় ২০১৯ সালের ২৪ নভেম্বর ১৩টি রকেট লঞ্চারের শেলসহ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়। গত ২ মার্চ অভিযান চালিয়ে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট গোলা উদ্ধার করে বিজিবি।

সর্বশেষ চলতি ১৩ আগস্ট হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় নয়টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !