সাংবাদিক সুলতানের উপর হামলাকারীদের গ্রেফতার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২২, ৫:৩২ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক শাহ সুলতান আহমেদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ শহরতলীর সদর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা মেম্বার এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বক্তব্য রাখেন নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান। ৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেম্বার এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মুকিত,শ্রমনিষয়ক উপস্পাদক দিলশাদ আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম,মুজিবুর রহমান, হাফিজুর রহমান মেম্বার,দুলন মেম্বার, মেম্বার ইউসুপ আলী, জগৎ সিং মেম্বার, দিলবাহার আহমদ মেম্বার,বাবলু মেম্বার,আব্দস ছালাম মেম্বার,তোফাজ্জল মেম্বার,সেজলু মিয়া মেম্বার,কাজী বদরুজ্জামান মেম্বার, ইছমত আলী মেম্বার,মঈনুদ্দিন মেম্বার,শামসুন্নাহার মেম্বার,রশমালা বেগম মেম্বার,কুলসুমা বেগম মেম্বার,গোলশানা বেগম মেম্বার, হালিমা বেগম মেম্বারসহ বিভিন্ন ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য বৃন্দ।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা- একের পর এক জনপ্রতিনিধিদের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে অনতিবিলম্বে সাংবাদিক ও ইউপি সদস্য শাহ সুলতান আহমেদের উপর হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার জোর দাবী জানান। অন্যতায় বৃহৎ আকারে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
