সরকারের উন্নয়নে শরিক হতে নৌকা মার্কায় ভোট দিন – আ’লীগ মেয়র প্রার্থী রাহেল

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২১, ৬:০০ অপরাহ্ণ
আর মাত্র ১ দিন বাকী। রাত পোহালেই সকাল ৮ টা থেকে অনুষ্ঠিত হবে নবীগঞ্জ পৌরসভা নির্বাচন। বিভিন্ন কৌশলে ভোটারদের মনজয় করতে নানা ধরণের প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কে হচ্ছেন পৌরসভার আগামী ৫ বছরের কান্ডারি সেটা এখন দেখার পালা । ‘‘জাগো নিউজ’’ একান্ত সাক্ষাৎকারে পৌরসভার উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী।
জাগো নিউজ- কেমন আছেন ?
রাহেল চৌধুরী- গতকাল পর্যন্ত ভোটারদের দ্বারেদ্বারে গিয়েছি ভোট প্রার্থনা করেছি সব মিলিয়ে আছি ভালোই।
জাগো নিউজ- ভোটের মাঠের অবস্থান কেমন মনে হচ্ছে ?
রাহেল চৌধুরী – ভোটের মাঠ অত্যান্ত শান্ত, আমরা বিগত সময়ে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে প্রচার প্রচারণা চালিয়েছি।
জাগো নিউজ- ভোটারদের কাছ থেকে কেমন সাড়াঁ পাচ্ছেন ?
রাহেল চৌধুরী- ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়াঁ পাচ্ছি ।
জাগো নিউজ – আপনি বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী ?
রাহেল চৌধুরী – জনগণের কাছ থেকে যে পরিমানের সাড়াঁ পাচ্ছি আমি আশাবাদী আমাকেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবে।
জাগো নিউজ – কেন মনে করেন ভোটাররা আপনাকেই বিজয়ী করবে ?
রাহেল চৌধুরী- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশজুড়ে ব্যাপক উন্নয়ন করছে, সরকারের চলমান উন্নয়নে শরিক হতে নবীগঞ্জ পৌরবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে বলে আমি শতভাগ আশাবাদী।
জাগো নিউজ – বিজয়ী হলে পৌরবাসীর জন্য কী করবেন ?
রাহেল চৌধুরী – কম কথায় মূল কথা হল নবীগঞ্জ পৌরসভার নাগরিকদের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমি কাজ করবো।
জাগো নিউজ – শুধুমাত্র আশ্বাসেই কী আপনার পরিকল্পনা সীমাবদ্ধ থাকবে ?
রাহেল চৌধুরী – না, পৌরসভার নাগরিকদের সেবা নিশ্চিত করতে ও সরকারের চলমান উন্নয়নের ছোয়ায় নবীগঞ্জ পৌরসভাকে সমৃদ্ধশালী করতে আমার কথায় কাজে মিল থাকবে ইনশাআল্লাহ ।
জাগো নিউজ – ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের সময় দেয়ার জন্য ধন্যবাদ ।
রাহেল চৌধুরী- জাগো নিউজকে ও ধন্যবাদ, আপনাদের মাধ্যমে আবারও নবীগঞ্জ পৌরসভার প্রত্যেক নাগরিকের কাছ নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানাচ্ছি।

