সময়ের সংঘাত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২০, ২:৫৪ অপরাহ্ণ
স্তব্ধতা ঘিরেছে সময়
নীরবে করে দহন
অবহেলায় গেছে কেটে
জীবনের সাতকাহন।
অজুহাতে গেছে সরে
যত প্রিয়জন
সময়ের হালখাতায়
বিদায়ী আয়োজন।
ক্লান্ত আজি দেহমনে
করে ষড়যন্ত্র
ভুলেছি চাওয়া পাওয়া
ভালোবাসার মন্ত্র।
বন্দী আজ সময়ের হাতে
যাচ্ছে বেয়ে দিন
জন্ম যখন মৃতুর তরে
কেন তবে ঋণ।
