যে দুইজন সাংস্কৃতিক যোদ্ধাদের মাধ্যমে ইসলামি সাংস্কৃতিক অঙ্গনে হবিগঞ্জসহ সিলেটের অপসংস্কৃতিতে ঝুকে পরা যুবকরা ইসলামী সংগীতের প্রতি আকৃষ্ট হওয়া তারা হচ্ছেন- জনপ্রিয় নাশিদ শিল্পী সবুজকুঁড়ি শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক মামুনুর রশীদ এবং শিশু কিশোর বিভাগের পরিচালক আবু সাঈদ মোঃ সায়েম।
আবু সাঈদ মোঃ সায়েম এর পরে এবার জনপ্রিয় নাশিদ শিল্পী মামুনুর রশীদ এর ইউকে গমন করেছেন। উন্নত জীবন যাপনের জন্য দুই ইসলামী সাংস্কৃতিক শিল্পির প্রবাস গমনে অনেকটাই হতাশ তার ভক্তরা।