শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২০, ৭:৫২ অপরাহ্ণমৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমরাইল ছড়া বাগানে কুয়ায় (কূপ) পড়ে সনি দাস নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু আমরাইল ছড়া বাগানের চা শ্রমিক ধনু দাসের ছেলে বলে জানা গেছে । সনু দাসের মামা আপন দাস বলেন, শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পিছনের কুয়ায় (কূপ) তার মৃতদেহ ভেসে উঠে।