শায়েস্তাগঞ্জে স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থার ব্লাড ক্যাম্পেইন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২০, ৮:৩২ অপরাহ্ণহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম বড়চর মহল্লায় স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রধান অতিথি হিসেবে ব্লাড ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু।
সাইফুর রহমান শিহাবের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রজব আলী, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম মাসুম, সাংবাদিক কামরুল হাসান, মোঃ মামুন চৌধুরী, আজিজুর রহমান কাজল, সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম, ফজলুর রহমাম শামীম, কামরুল হক জুয়েল, সংগঠনের সভাপতি জুনাইদ আহমেদ, সহসভাপতি শাহীন খান, আফরাজ আল মাহমুদ, নাফিজা হক বকুল, খাদিজা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বলেন- আজকে যারা স্বপ্নচারী সংগঠনের সদস্য আমি মনেকরি তাদেরকে মাদকের কড়ালগ্রাস ছুঁতে পারবে না। আজকের আয়োজন অবশ্যই প্রশংসনীয়। তাদের মতো সারাদেশে যদি এরকম সমাজকল্যাণ কাজ হয় তাহলে আমরা আবার সোনালী বাংলায় ফিরে যাবে। স্বপ্নচারী সংগঠনের জন্য ২০০ গাছের চারা এবং উপজেলায় সমাজকল্যাণ কাজের জন্য সংগঠনটি অগ্রাধিকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।