শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্র তানভীর হত্যার প্রতিবাদে শোকসভা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ৪:৫৪ অপরাহ্ণশায়েস্তাগঞ্জে উপজেলার নূরপুরে স্কুলছাত্র তানভীর হত্যার প্রতিবাদে শোকসভা ও অপরাধ নির্মূল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নূরপুর হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়ার সভাপতিত্বে ও আরিফ হোসেন খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, মুরুব্বী লাল মিয়া সরদার, মো. করিম সরদার, মো. আক্তার হোসেন, মো. জামাল সরদার।
এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউসার মাহমুদ তোরন, এসআই জসীম, সাংবাদিক এস এইচ টিটু, মীর আবু তাহের, মর্তুজ সরদার, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, আব্দুল লতিফ, দিদার হোসেন মানিক, আব্দুল মন্নাফ, ফরিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূর মিয়া, নূরপুর ইউপি সদস্য মো. আছকির মিয়া, শেখ তানভীর আহমেদ সফিক, জীতু মিয়া, ফারুক মিয়া, মহিলা সদস্য মোছ. রাবেয়া বেগম প্রমুখ।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মানুষের মাঝে যেন পশুত্বের রুপ না থাকে। আপনার সন্তানদেরকে এইচএসসি পাসের আগে এন্ড্রয়েড ফোন হাতে তুলে দিবেন না। আপনার সন্তান স্কুল কলেজে গিয়ে কি করে, কার সাথে মিশে এসব নজরে রাখবেন।
তিনি আরও বলেন, আইনের কোন ফাঁকফোকরে যেন আসামিরা পার না পায়, সেজন্য চার্জশিট নির্ভুল দেওয়ার জন্য শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
এদিকে সভায় স্কুলছাত্র তানভীর হত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।