শায়েস্তাগঞ্জে মুখে মাস্ক না পড়ায় জরিমানা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২০, ১১:২১ অপরাহ্ণকরেসপন্ডেন্ট,জাগো নিউজ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য সরকারের নিদের্শনা অমান্য করে মুখে মাস্ক না পড়ায় দুই পথচারী ও দুই ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা সদরে দাউদনগর বাজারে অভিযান চালিয়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ধারায় জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ।
নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মুখে মাস্ক ব্যবহার না করায় পথচারী রুনা আক্তারকে ২০০ টাকা, বায়জিদ মিয়াকে ৫০০ টাকা ও আল মদিনা হোটেল রেষ্টুরেন্টের মুন্নাকে ২ হাজার, ব্যবসায়ী নয়ন মিয়াকে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে ‘‘জাগো নিউজ’’কে বলেন, সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ে বাইরে ঘোরাফেরা করায় দুইজন ও দুই ব্যবসায়ীকে একই অপরাধে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।