শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে পথচারিসহ নিহত ২
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২০, ১০:০২ পূর্বাহ্ণহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসকে ধাক্কায় ২জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ১০জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ গোলচত্ত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট যাচ্ছিল রাজা এন্ড সন্স পরিবহন নামের যাত্রীবাহী বাস। এ সময় কুমিল্লা থেকে সিলেটমুখী আদনান এন্ড আরিদা পরিবহনের অপর বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আদনান এন্ড আরিদা পরিবহনের হেলপার ও এক পথচারী। এ সময় আহত হয়েছেন অন্তত আরো দশজন পথচারী।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক ”জাগো নিউজ’কে বলেন নিহতদের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দু’টি ঘটনাস্থলেই রয়েছে বলেও জানিয়েছেন তিনি।