হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত ও ৩জন আহত হয়েছে।
শুক্রবার(১৮ ডিসেম্বর) বেলা ১১টায় বাইপাস সড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর ও গরুর বাজারের মাঝামাঝি স্থানে সিএনজি চালিত অটোরিকশা, টমটম ও পিকআপ গাড়ীর ত্রিমুখী এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, নিহত একজন জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকার বাসিন্দা দিপকংর পোদ্দার। অপর নিহত পুরুষ ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ীগুলো উদ্ধারের কার্যক্রম চলছে।