শামীম চৌধুরী কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহ-সভাপতি নির্বাচিত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২০, ৮:৫৮ অপরাহ্ণ
নবীগঞ্জের শিক্ষক শামীম চৌধুরী ‘কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ফলে নবীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আনন্দিত।
শিক্ষক, সামাজিক সংগঠনের ও রাজনৈতিক নেতৃবৃন্দরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় অনেক পোস্ট করেছেন।
শিক্ষকবৃন্দ বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত ও দাবী আদায়ের নিঃস্বার্থ সংগঠক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী: কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষকদের পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ ১ আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধ মেজর অবঃ সুরঞ্জন দাশ, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, যুবলীগের সাবেক সভাপতি লন্ডন কমিউনিটি লিডার আবু ইউসুফ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী, যুবলীগ যুগ্ম আহবায়ক লোকমান খাঁন, খয়রুল বশর চৌধুরী, জেলা শিক্ষক সমিতির সভাপতি হাসিনা বেগম,সাধারন সম্পাদক আব্দুল বাছিত সেলিম, মানব জমিনের ষ্টাফ রিপোর্টার এম এ বাছিত, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, স্বেচ্চাসেবক লীগ পৌর শাখার সভাপতি ইকবাল আহমেদ বেলাল প্রমুখ।
এদিকে গতকাল রাতে জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ আবু জাহির ও সাধারন সম্পাদক এডঃ আলমগীর চৌধুরীর সাথে শামীম চৌধুরীর নেতৃত্বে উপজেলার প্রায় ৪০ জন শিক্ষক নেতৃবৃন্ধ সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে শামীম আহমেদ চৌধুরীকে অভিনন্দন জানান এডঃ আবু জাহির।

