শতাধিক লোকজনকে খাদ্য সামগ্রী সেলাই মেশিন বিতরণ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২০, ৯:২৬ পূর্বাহ্ণবিশ্ব মহামারি করোনা ভাইরাসের কারনে ঘর বন্ধি অসহায় মানুষের পাশে এক মাসের খাদ্য সামগ্রী সহ সেলাই মেশিন ও টিবওয়েল নিয়ে দাড়াঁলেন যুক্তরাজ্য প্রবাসী শেখ করিম উল্লাহর চেয়ারম্যান জহিনুর রহমান ও বলেন্ডিয়ার আলিফ উদ্দিন।
জানাযায়, গতকাল রবিবারে দুপুরে মহামারি করোনায় ঘর বন্দি অসহায় হতদরিদ্র নারী পুরুষ ও বাবুর্চি সহ প্রায় শতাধিক লোক এক মাসের খাদ্য সামগ্রী, ১০টি সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরন করা হয়েছে। সিলেট জেলার বিয়ানীবাজার বঙ্গভিলা মুল্লাপুর এলাকার লোকজনকে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, বিয়ানী বাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম পল্লব, এতে সার্বিক সহযোগীতা করেন, মোঃ লায়েক আহমদ, মোঃ হেলিম উদ্দিন, আব্দুল হান্নান, ক্যামেরা ডিজাইনার মনির হোসেন, আল আমিন, আলিফ উদ্দিন সহ আরো অনেকেই। উল্লেখ যে, এ সংঘটন প্রবাস থেকেও দেশের মানুষের দূদিনে বন্যার্থকালিন সময় সহ মহামারি করোনা ভাইরাসের কারণে ঘর বন্দি অসহায় লোকজনকে খাদ্য সামগ্রী সহ সেলাই মেশিন ও ১২ মাস টিউবওয়েল দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই দূদিনে এসব পেয়ে মানুষ তাদের জন্য আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করেন