শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনে সাফল্য : সম্মাননা পেলেন নবীগঞ্জের ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ সফলতা অর্জনে অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
সোমবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান নবীগঞ্জের ইউএনও মো. রুহুল আমিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধনের শতভাগ বাস্তবায়নে নবীগঞ্জ উপজেলা সাম্প্রতিক সময়ে জেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

