লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জনকে জরিমানা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২০, ৩:৩৯ অপরাহ্ণহবিগঞ্জের লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জনকে জরিমানা করা হয়েছে । ময়লা ও নোংরা পরিবেশে হোটেল পরিচালনা , মুখে মাস্ক ব্যবহার না করা এবং অতিরিক্ত যাত্রী নিয়ে বাস চালানোর অপরাধে তাদের অভিযুক্ত করা হয়।
গতকাল আজ (২৫ আগস্ট) মঙ্গলবার বিকেলে উপজেলার কালাউক ও বুল্লা বাজারে এ অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ এর ২৫ ধারায় মোট ৩ টি মামলায় ৬ জনকে ১ হাজার ২শত টাকা জরিমানা করা হয়। r
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন লাখাই ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার ও লাখাই থানার একদল পুলিশ সদস্য। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয় ও মাস্ক বিতরণ করা হয়।