লাখাইয়ে পুলিশের অভিযানে ডাকাত সর্দার জালাল
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২০, ৫:৩৬ অপরাহ্ণলাখাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সর্দার জালাল মিয়াকে আটক করেছে ওসি( তদন্ত) অজয় চন্দ্র দেবের নেতৃত্বাধীন একদল পুলিশ ।
গতকাল শনিবার রাত প্রায় ১ টায় উপজেলার চিকনপুর ব্রীজের পূর্ব পার্শ্বে জনৈক আল আমিন মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাকে দেশিয় অস্ত্রশস্ত্রসহ আটক করা হয় । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইন্জিন চালিত নৌকায় করে পালিয়ে যায় অন্যান্যরা। এ সময় তার কাছ থেকে ৩ টি রামদা, ৩ টি চাকু, শাবল, প্লাস সহ বিভিন্ন দেশিয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত সর্দার জালাল মিয়া (৩২) উপজেলার স্বজনগ্রামের গাংপাড়হাটির বাসিন্দা মৃত আবু মিয়ার ছেলে।
লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,জালাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানার ১৩ টি চুরি ও ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।