লাখাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২০, ৬:১০ অপরাহ্ণহবিগঞ্জের লাখাইয়ে পানিতে ডুবে মুবারক মিয়া (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে। সে উপজেলার লাখাই ইউনিয়নের আয়নারটুকের বাসিন্দা দানা মিয়ার ছেলে।
শুক্রবার( ৬ নভেম্বর) দুপুর ২ টায় বাড়ির সামনের ডোবা থেকে তার মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
পরে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুবারককে মৃত ঘোষনা করেন।
প্রতিবেশিদের ভাষ্য অনুযায়ী, সকলের অগোচরে সে গোসল করতে ডোবায় নামে। বাড়ির চারপাশে অনেক খোঁজাখুজির পর ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আইয়ুব রেজা ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।