লাখাইয়ে পল্লী সমাজের হাতধোয়া ক্যাম্পেইন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২০, ৫:৪৪ অপরাহ্ণহবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি পল্লী সমাজে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় মুড়াকরি পল্লী সমাজের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে সমাজের সবার মাঝে মনোবল বৃদ্ধির জন্য হাত ধোয়ার ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের মুড়াকরি ৩০নং পল্লী সমাজ এ হাত ধোয়ার ক্যাম্পেইন এর আয়োজন করে।
পল্লী সমাজের সভাপ্রধান ফুলতারা বেগম ও সেক্রেটারী আমেনা খাতুনের সার্বিক পরিচালনায় এ হাত ধোয়ার ক্যাম্পেইন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে করোনা মোকাবেলা সম্পর্কে বক্তব্য দেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক মোঃ সোহেল রানা । পল্লী সমাজের এ ধরনের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন এলাকার সুশীল সমাজ।