লাখাইয়ে তথ্য অধিকার দিবস পালিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২:১৮ পূর্বাহ্ণসংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ স্লোগানকে সামনে রেখে লাখাইয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লাখাই উপজেলা মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৩ আসনের সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির। এছাড়াও আরো উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।