শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপূর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক
চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, আমেনা খাতুন (৫৫), আবিদা খাতুন( ৫৫), কুহিনুর আক্তার (৩২), জুলেখা বেগম( ৪৫), নাছিমা বেগম( ২৭), সাহিদা বানু (৬০), মশাল বিবি (৭০), রাজিয়া খাতুন (৪০), সুরুফা বেগম( ৪৫) সিরাজ মিয়া (৭০), বাছির মিয়া (৪৫), কাজল মিয়া (৪০) , শাহাদাত আলী (৪০), রিপন আহমেদ (২৫) , রাকিব আহমেদ (২২)।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইদুল ইসলাম জানান, ভরপূর্ণি গ্রামের আজিজ মিয়া ও আকরাম আলী গংদের মধ্যে একটি খাস জমি দখলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার পূনরাবৃত্তি না ঘটতে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
ht