হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামে নিখোঁজের ৫ দিন পর ডোবার কচুরিপানা থেকে জুবাইল মিয়া (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
(৫ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের মনতৈল নামক এলাকার ফসলি জমির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জুবাইল মনতৈল গ্রামের আসকির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ৩১শে জানুয়ারী একটি মাহফিলের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরে আসেনি। এরপর থেকে জুবাইলের আত্মীয় স্বজন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্দান পাচ্ছিলেন না।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরীর পর ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।