লাখাইয়ে ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২০, ৪:০০ অপরাহ্ণ
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজংয়ের সাথে পুনর্গঠিত লাখাই উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১ টায় ইউএনও’র কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকার পর্বে মিলিত হন তারা ।
এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি উত্তম কুমার দেব, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক নিতেশ দেব, অর্থ সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান, সদস্য আলমগীর হোসেন তালুকদার ।
এ সময় ইউএনও উপজেলার বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন এবং তাদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
