রূপগঞ্জে একদিনে ৬০ জন করোনা আক্রান্ত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২০, ৩:১৪ অপরাহ্ণলিখন রাজ,করেসপন্ডেন্ট,জাগো নিউজ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সর্বোচ্চ ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে উপজেলায় মোট ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে উপজেলায় ২৩ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছে।
উপজেলায় এই প্রথম একদিনে সর্বোচ্চ ৬০ জন আক্রান্ত হলো।
ডা. ফয়সাল আহমেদ “জাগো নিউজ” কে জানান, মোট ১৭২ জনের নুমনা সংগ্রহ করা হয়। যার মাঝে ৬০ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। এ পর্যন্ত উপজেলায় মোট ২ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, এ নিয়ে তিনজন পুরুষ ও এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ড ও নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।