রূপগঞ্জে আরো ৩৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৭৯
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২০, ১:১১ অপরাহ্ণলিখন রাজ, জাগো নিউজ :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৩৯ জন। এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল সর্বমোট ২৭৯ জনে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছে ১৮ জন। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা সাঈদ আল মামুন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, মঙ্গলবার সকালে আসা রিপোর্টে গত ২৩ মে গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাবে ১২৭ জনের পাঠানো নমুনার মধ্যে ৩৯ জনের করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ২৭৯ জনে। এ পর্যন্ত রূপগঞ্জ উপজেলায় করোনায় মৃতের সংখ্যা ৩ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৩জন।
বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছে ১৮জন। এদের মধ্যে আরো ১০ জন করোনা নেগেুটিভ এসেছে। তাদেরকে বুধবার হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে।
ডাঃ মামুন আরো জানান, নতুন আক্রান্ত ৩৯ জনকে তাদের আক্রান্তের বিষয়টি জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে কেউ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকতে চায় তাদের থাকার ব্যবস্থা করা হবে।