রুমন দাশের উপর মিথ্যা মামলার প্রতিবাদে মায়ের সাংবাদিক সম্মেলন

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২২, ১১:৩৬ অপরাহ্ণ

আমি বাসনা রানী দাস।স্বামী -রুপেন্দ্র চন্দ্র দাস।গ্রাম -দত্তগ্রাম।সদর ইউনিয়ন নবীগঞ্জ -হবিগঞ্জ।
সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমার ছেলে রুমন দাসের উপর মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলায় জড়ানোর কারনে নিরুপায় হয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম।
প্রিয় সাংবাদিকবৃন্দ,আমি আপনাদের মাধ্যমে নবীগঞ্জ উপজেলার সুশীল সমাজ সহ সর্বস্তরের জনগনের অবগতির জন্য আজ আমার সাংবাদিক সম্মেলন। মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় আমার ছেলে রুমন দাস আসামি করার কারণে আজ আমার ছেলে পলাতক। কোথায় আছে,কিভাবে আছে এবং কেমন আছে আমি মা হয়েও জানি না।
আপনাদের জানা থাকা আবশ্যক যে, যেহেতু আমি সনাতন ধর্মাবলম্বী তাই আমারা বাংলাদেশের জন্য সংখ্যালঘু। ২০১৭ সালের আমাদের শহরের একটি জায়গা নিয়ে জামেলা হয় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সাথে। তারপর থেকেই আমাদের পরিবার কে সামাজিক ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করার চেস্টা চলছে। ১৫-১২ ২০২১ তারিখে আমাদের শহরের দোকানে ষড়যন্ত্র করে ইয়াবা রাখা হয় এবং সেই মামলায় আমার একমাত্র ছেলে রুমন দাশকে আসামী করা হয়।
প্রিও সাংবাদিক বৃন্দ,গত ২৪-০৪-২০২২ ইংরেজি তারিখ দিবাগত রাতে আমার বাড়ির পাশে কে বা কাহারা একটি যুবতী মেয়েকে হত্যা করে ফেলে যায়।২৫-০৪-২০২২ ইংরেজি তারিখ সকালে অজ্ঞাত নামা যুবতী মেয়ের লাশ পুলিশ এসে নবীগঞ্জ থানায় নিয়ে গেলে মেয়েটির পরিচয় পাওয়া যায়,পাশের পাটলী গ্রামের মিতুন চন্দ্র দাশের মেয়ে প্রিয়াঙ্কা দাশ। সেই হত্যা মামলায়ও আমার ছেলেকে প্রধান আসামি করা হয়েছে।এ সমস্ত করার কারণ কি?. একটার পর একটা এ সব মিথ্যা মামল কেনই বা আমার পরিবারের উপর দেওয়া হচ্ছে। মিথ্যা ও ষড়যন্ত্র করে আমার ছেলেকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে।আমার ছেলে মাদক মামলার আসামি হওয়াতে বাড়িতে আসতে পারে না এবং বর্তমানে সে পলাতক। কোথায় থাকে সেটাও আমি সঠিক জানি না।আমার ছেলে বাড়িতে না থেকেও হত্যা মামলার প্রধান আসামী। আমার ছেলেকে মাদক মামলার আসামি করে আগেই এলাকা ছাড়া করা হয়েছে এবং এখন কি আমরাও বাড়ি ঘর ফেলে চলে যেতে হবে?.। আমার ছেলে যদি বাড়িতে বা এলাকাতে না থাকে তাহলে তাকে কিভাবে ধর্ষন ও হত্যা মামলার আসামি করা হয়?.
প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের মাধ্যমে আমি পুলিশ প্রশাসন, আমাদের এলাকার জাতীয় সংসংসদ সদস্য সহ সরকারের কাছে আকুল আবেদন আমার একমাত্র ছেলে রুমন দাশকে এসব মিথ্যা মামলা থেকে অব্যাহতির জন্য আহবান জানাচ্ছি।

