রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয় ও মিরপুর শাখা সিলগালা
![](https://jago.news/images/icon.png)
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ৩:৪৫ অপরাহ্ণ![](https://jago.news/wp-content/uploads/2020/07/111-scaled.jpg)
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে নানা অনিয়মের কারণে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়সহ মিরপুর শাখা সিলগালা করা হয়েছে। আজ মঙ্গলবার র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বিকালে করোনা চিকিৎসায় অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালানো হয়। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।
এছাড়াও প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ যারা এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
![](https://jago.news/wp-content/uploads/2024/02/WEB.png)