রাস্তা বেহাল দশা : দেখার যেন কেউ নেই
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২০, ৪:৫৯ অপরাহ্ণলাখাই উপজেলার বুল্লা বাজার থেকে গুণিপুর রাস্তার সিংহগ্রাম অংশের রাস্তায় খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হয়েছে। রাস্তার এমন দশা হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। দ্রুত কার্যকর পদক্ষপে গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির পশ্চিম সিংহগ্রাম অংশ থেকে শাহী ঈদগাহ খেলার মাঠের পূর্বাংশ পর্যন্ত বিভিন্ন স্থানে ব্যাপক খানাখন্দ। কিছু স্থানে রয়েছে বড় ভাঙ্গনও। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন বিভিন্ন স্থান থেকে আসা লোকজন। নিত্য প্রয়োজনীয় পন্য পরিবহনেও শিকার হতে হচ্ছে ভোগান্তির।
স্থানীয়রা বলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির যোগাযোগ খাতে উন্নয়ন করেছেন। তবে এ রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এটি সংস্কারে সংশ্লিষ্ট দপ্তর উদাসীন। প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।