রাত পোহালে পানিউমদা বাজার পরিচালনা কমিটির নির্বাচন : তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২০, ১:২৩ অপরাহ্ণজমে উঠেছে পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। রাত পোহালেই (৩ অক্টোবর) শনিবার ভোট গ্রহণ শুরু।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে বাজারের বিভিন্ন অলিগলি রাস্তাঘাট। নির্বাচনী আমেজ বিরাজ করছে ব্যবসায়ী ভোটার ও প্রার্থীদের মধ্যে ।
শনিবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন বাজারের ২২৬ জন ভোটার। অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ৫টি পদের বিপরীতে লড়ছেন ১১জন প্রার্থী।
পানিউমদা বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে লড়ছেন- আবুল ফজল (আনারস), মোঃ আব্দুল মালিক (ছাতা), মোঃ হারুন মিয়া (চেয়ার) প্রতীকে।
সহ-সভাপতি পদে প্রার্থীরা হলেন, মোঃ আব্দুল মুকিত (মুরগী), মোঃ আব্দুল আওয়াল (ফুটবল)।
সাধারণ সম্পাদক লড়ছেন- মোঃ মনসুর আলম (ঘোড়া) ও মাহমুদ আলম (মই)। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সুরুজ মিয়া- (কলস) ও মোঃ মুজিবুল হক (রিক্সা) মার্কা নিয়ে লড়ছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা হলেন, মোঃ বাদল আহমেদ (হাস), মোঃ মাছুম আহমেদ করুল-(টিয়া)।
এর আগে প্রায় ২০ বছর পানিউমদা বাজার পরিচালনা কমিটি সভাপতি ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমি ডিপার্টমেন্টাল স্টোরের প্রোফাইটর মোঃ আনিছ মিয়া ।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক । নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ- নির্বাচন অনুষ্ঠিত হবে পানিউমদা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ । প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে প্রতিটি পদেই তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। প্রত্যেক প্রার্থী নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে মনে করে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করছেন।
নির্বাচন প্রসঙ্গে- পানিউমদা বাজার পরিচালনা কমিটির নির্বাচনের ভোটার সাদেক আহমেদ বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পানিউমদা বাজার পরিচালনা কমিটির নির্বাচন, নির্বাচন আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ, আশা করি প্রত্যেক ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।
নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে সমাজসেবক মজনু আহমেদ বলেন, প্রথমবার নির্বাচন, ব্যবসায়ীরা খুবই আনন্দিত এলাকা জুড়েও আনন্দের জোয়ার বইছে, আশা করি এই নির্বাচনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং ভোটাররা যোগ্য ও মেধাবী প্রার্থী দেখে তাদের নেতা নির্বাচিত করবেন।