Logo

রংধনু – কবিতা

ফারজানা আক্তার হিমা
জাগো নিউজ : মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২০

image_pdfimage_print

রংধনুটা যখন উঠে ওই আকাশের কোণে

ছুটে যেতে চাই তার কাছে

যেন রংধনুটা আমার প্রিয়জন
আমি ছুটে চলি তার পাছে।।

হৃদয় নিংড়ানো কথাগুলো শুনাব বলে
চেয়ে থাকি তার মুখপানে
যদি সে মোর একটি বাক শুনে,
প্রাণ ফিরে পাই দেহে ।

না চাইতেই ধরা দিয়েছিল মোর কাছে
সে ধরা দেওয়াটা ছিল মোর কল্পনা,
সবই ছিল মিছে ।

মনের যতগুলি বাসনা,যতগুলি রং মিলিয়ে নিলাম তারই সাথে,,

মিলল না কিছু, মিলবে ও না

তবু মনে মনে সেই রং আঁকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !