যুক্তরাজ্য বিএনপি নেতা মতিউর চৌধুরী’র পক্ষ থেকে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৮:২২ অপরাহ্ণবৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে, যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম সদস্য ও যুক্তরাজ্য ওয়াল্ডহাম শাখা বিএনপি’র সহ-সভাপতি মতিউর রহমান চৌধুরী’র পক্ষ থেকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী, রেইন কোর্টসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায়, নবীগঞ্জ শহরের হবিগঞ্জ জেলা ছাত্রদলের অন্যতম সদস্য ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী তৌহিদ চৌধুরী’র সার্বিক তত্ত্বাবধানে উক্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সলিল বরণ দাশ,আলী হাছান লিটন, মতিউর রহমান মুন্না, শাহরিয়ার আহমেদ শাওন,ছনি চৌধুরী প্রমুখ।