মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২০, ১২:২৯ অপরাহ্ণজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন।
পরে মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন শ্রদ্ধা জানান ।পরে সরকারী-বেসরকারী প্রতিস্টান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতীক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু ম্যুরালে ।
এরপর জেলা আওয়ামী লীগ এর আয়োজনে একটি শোকর্যালি সারা শহর প্রদক্ষিন করে। এ শোকর্যালিতে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। এছাড়া দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপি নানা কমসূর্চি গ্রহন করেছে।