Logo

মেয়ের চিকিৎসা শেষে দেশে ফিরলেন এমপি মিলাদ গাজী

স্টাফ করেসপন্ডেন্ট / ৭৪৮ বার পঠিত
জাগো নিউজ : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

ভারত সফর শেষে দেশে ফিরেছেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি ।
৩০ আগষ্ট রবিবার সকাল ১১ টায় হযরত শাহজালাল(রঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিন। সোমবার তাঁর নির্বাচনী এলাকায় ফিরবেন বলে জানা গেছে।

এর আগে গত ৯ জুলাই ভারতের দিল্লির মেট্রো হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মেয়ে গাজী ফারহা রওশনকে দেখতে ভারতে যান এমপি মিলাদ গাজী। ভারতে দিল্লির মেট্রো হাসপাতালে ফারহা রওশনের কিডনী ট্রান্সপ্লান্ট হয়। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। তিনি ভারত সফরকালীন সময়ে তাঁর পরিবারের লোকজন প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে থেকে বন্যাসহ নানা দুর্যোগে অসহায় মানুষের খোঁজখবর নিয়ে জনসেবা অব্যাহত রাখেন।

বিমান বন্দরে তাদের রিসিভ করেন- সংসদ সদস্য মিলাদ গাজীর ছোট ভাই গাজী মোহাম্মদ আশফাক নাহেদ ও গাজী আশফাক নাহেদের স্ত্রী ফাহিমা খানম চৌধুরী মনি।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !