মেয়র প্রার্থী রাহেল চৌধুরীর মনোনয়ন দাখিল

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২০, ৫:৫১ অপরাহ্ণ
আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল রাহেল চৌধুরী।
রোববার বিকেলে তিনি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র দেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দেবশ্রী দাশ পার্লি।
উৎসবমুখর পরিবেশে নিজ দলের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা আবুল ফজল, এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বাউশা ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, বর্তমান যুগ্ম সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, শাহ রিজভী আহমেদ খালেদ, পৌর আওয়ামলীলীগের সভাপতি মোজাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরীসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
