মুজিববর্ষে চুনারুঘাটে মাথা গোজার ঠাঁই পেল ১শ পরিবার

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২০, ৭:০৭ অপরাহ্ণ
চুনারুঘাট উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ১০০ টি গৃহহীন পরিবারকে আশ্রয়ণ ও গুচ্ছগ্রামে পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে আজ গুচ্ছগ্রাম- ২য় পর্যায় প্রকল্পের অধীন পানছড়ি গুচ্ছগ্রামে ২০টি নবনির্মিত ঘর পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, ৫ নং শানখোলা ইউনিয়ন চেয়ারম্যান জনাব আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ এবং স্থানীয় মেম্বার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ।
