মাধবপুরে ৯ বছরের শিশু ধর্ষন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২০, ১১:২৯ অপরাহ্ণকরেসপন্ডেন্ট,জাগো নিউজ : হবিগঞ্জের মাধবপুরে বৃষ্টির সময় ঘরে ডেকে নিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক যুবক। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মাধবপুর উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে অভিযুক্ত যুবক হৃদয় মিয়াকে গ্রেপ্তার করেছে। সে ওই গ্রামের তকদির হোসেনের পুত্র।
পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নিঝুম বৃষ্টির সময় হৃদয় মিয়া প্রতিবেশি ৯ বছরের শিশুকে কৌশলে তার ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে।পরে শিশুটি কান্নাকাটি করে তার মাকে ঘটনা জানায়। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত হৃদয় মিয়াকে গ্রেফতার করেছে ।
মাধবপুর থানার ডিউটি অফিসার সহকারি উপ পরিদর্শক বেলাল হোসেন বলেন, ঘটনায় ধর্ষিতার মা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।