মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রীসহ নিহত ২

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২০, ৭:২০ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রী ও এনজিও কর্মী নিহত হয়েছে। নিহতরা হলো মাধবপুর উপজেলার মনতলা গ্রামের মৃত নুর হোসেনের মেয়ে ও স্থানীয় মহিলা কওমী মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী। জেসমিন আক্তার (১৪) ও আশার ফিল্ড অফিসান আবজাল মিয়া (৪০)।
পুলিশ জানায় শনিবার সকাল ১১টায় উপজেলার মনতলা এলাকায় সিএনজির ধাক্কায় মাদ্রাসা ছাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায়তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। অপরদিকে মহাসড়কের রতনপুর বাস চাপায় এনজিও আশার ফিল্ড অফিসার মোটরসাইকেল আরোহী আবজল ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
