মাধবপুরে রাস্তা না থাকায় মসজিদে যাতায়তে বিঘ্ন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২০, ৭:৪৪ পূর্বাহ্ণনিজস্ব প্রতিবেদক, জাগো নিউজ :
হবিগঞ্জ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের একটি পুকুরের পুকুরপাড় না থাকায় মসজিদে যাতায়াত ব্যাহত হচ্ছে শতাধিক পরিবারের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে। এ বিষয়ে উভয় পক্ষ হতেই প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় সম্পদপুর গ্রামের মৃত করিম হোসেনের ছেলে আব্দুল্লাহ গংদের গ্রামের মধ্যে বিশাল একটি পুকুর রয়েছে। পুকুরের পূর্বপাড়ে গ্রামের সামাজিক মসজিদ বিদ্যমান। পশ্চিম দক্ষিণ পাড়ার লোকজন পুকুরের দক্ষিণ পাড় হয়ে মসজিদে যাতায়াত করতেন। কালের বিবর্তনে পুকুরের পার ভেঙ্গে মসজিদে যাতায়াতের রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যায়। ফলে স্বাচ্ছন্দ্যে মসজিদে যাতায়াতে বিঘ্ন হচ্ছে শতাধিক পরিবারের লোকজনের। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ সৃষ্টি হলে সম্পদপুর গ্রামের সায়েব আলীর ছেলে ছায়েদ আলী মাধবপুর থানায় প্রতিপক্ষের আব্দুল্লাহ, অহীদ হোসেন , এমদাদ উল্লাহ,ফরুক মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।