Logo

মাধবপুরে বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হল শিশু লামিয়া

করেসপন্ডেন্ট, মাধবপুর
জাগো নিউজ : রবিবার, আগস্ট ১৬, ২০২০

image_pdfimage_print

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় নানার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে খেলা করার সময় অটোরিকশা ও গাছের মধ্য চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত ৬ বছর বয়সী ওই শিশুর নাম লামিয়া আক্তার। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী শিয়ালউড়ি গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত লামিয়া উপজেলার হরষপুর গ্রামের আশিক মিয়ার মেয়ে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই উপজেলার হরষপুর গ্রামের আশিক মিয়া ও পাপিয়া সুলতানা পুতুল দম্পতির ছোট মেয়ে লামিয়া আক্তার শিয়ালউড়ি গ্রামের নানা আবদুর রশিদ মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়।

শনিবার সন্ধ্যায় লামিয়া বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এসময় চালক তার অটোরিকশা ঘুরাতে যান। এতে লামিয়া অটোরিকশা ও পাশে একটি গাছের মধ্যে আটকা পড়ে চাপা খেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !