হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকা থেকে ২৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার(২ জুলাই) সকালে তেলিয়াপাড়া বিওপির নায়েক মিন্টু ঘোষের নেতৃত্বে বিজিবির টহলদল তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকায় অভিযান চালিয়ে ২৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তেলিয়াপাড়া চা বাগানের মানিক ভৌমিচের ছেলে আশিক ভৌমিচ(২৫) কে আটক করে। আটককৃতের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুুতি চলছে।